দেশ

কাশ্মীরের কিস্তওয়ারে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, মৃত ৫, নিখোঁজ ৩০

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে ভারী বৃষ্টি। তার জেরে মারা গেলেন ৫ জন। নিখোঁজ অন্তত ৩০। মৃতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। ১২ জন আহতকেও উদ্ধার করা হয়েছে। তবে প্রবল বর্ষণ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারে বিঘ্ন হচ্ছে।
মেঘভাঙা বৃষ্টিতে কাশ্মীরের চেনাব উপত্যকায় আটটি বাড়ি ধসে পড়েছে। ডাছান তহশিলের হনজার গ্রামে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত চলছে উদ্ধার কাজ। জম্মু ও কাশ্মীরের লেফটেনান্ট জেনারেল মনোজ সিনহা এবং পুলিশ প্রধান দিলবাগ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রয়োজনে বায়ুসেনাকে উদ্ধারকাজে নামানো হবে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসার ভিকে সিং জানিয়েছেন, দুর্যোগের কারণে ব্যহত উদ্ধার কাজ। বৃষ্টিতে রাস্তা ভেঙে গিয়েছে। গাড়ি যেখানে পৌঁছতে পেরেছে, সেখান থেকে আরও ৩ ঘণ্টা পায়ে হেঁটে তবেই বিপর্যয়স্থলে পৌঁছনো যাবে। গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টি হচ্ছে। চেনাব নদীতে জলস্তর বেড়েছে। নদীর তীরবর্তী এলাকা থেকে লোকজনকে সরানো হয়েছে। সতর্কতা জারি করেছে প্রশাসন।