দেশ

‘লিডার নই, আমি ক্যাডার’, সোনিয়ার সঙ্গে ইতিবাচক বৈঠক শেষে মন্তব্য মমতার

২০২৪-এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের সলতে পাকাতে দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে তাঁর বাড়িতে চা চক্রে যোগ দেন মমতা। ছিলেন রাহুল গান্ধীও। বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেন, ‘রাহুল গান্ধীর উপস্থিতিতে সোনিয়াজির সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। বিরোধীদের ঐক্য হওয়াটা খুবই জরুরি। বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পেগাসাস ইস্যু নিয়েও কথা বলেছি।’ সেই বৈঠক সেরে বেরিয়ে আরও একবার জানালেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের ঐক্যের বিষয়টিই আসল ৷ কে মুখ হলেন, সেটা মূল ইস্যু নয় ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে মুখ হবেন ? এই প্রশ্নের প্রেক্ষিতে মমতার উত্তর, ‘‘আমি তো লিডার নই ৷ আমি তো ক্যাডার ৷’’