কলকাতা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা হবে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

সোমবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা হবে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন ১৬ অগাস্টকে ‘খেলা হবে দিবস’ হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার সেই দিবস উদযাপনে বড় পরিকল্পনার কথা জানালেন তিনি। এটা হল খেলা হবে প্রকল্পে। মুখ্যমন্ত্রী জানান, ‘খেলা হবে’ দিবস উপলক্ষে বিভিন্ন ক্লাব ও সংস্থাগুলিকে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী ইন্ডোরে বলেন, আমরা ‘খেলাশ্রী’ প্রকল্পের আওতায় ২৫ হাজার ক্লাবকে অনুদান দিই। ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’ পালনের জন্য সেই ক্লাবগুলিও ১৫ হাজার টাকা এবং ১০টি করে বল পাবে। ময়দানের তিন প্রধান পাবে ১০০টি করে বল। এছাড়া গ্রামবাংলায় ১ লক্ষ বল দেওয়ার কথাও এদিন জানান মমতা। আইএফএ অনুমোদিত ৩০৩ টা ক্লাবকে এই আর্থিক অনুদান দেওয়া হবে। অনুদান পাবে পুলিশের ক্লাবগুলিও। সব মিলিয়ে প্রায় ২৬ হাজার ক্লাব ও সংস্থাকে ১৫ টাকা করে ‘খেলা হবে’ দিবস পালন করতে এই আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। পাশাপাশি, ১৬ তারিখ খেলার আয়োজন করতে আইএফএ-কে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/354450719421053