দেশ

যন্তর মন্তরে কৃষকদের সঙ্গে বিক্ষোভে এককাট্টা বিরোধীরা

কৃষি আইন বাতিলের দাবিতে সরব বিরোধীরা। এবার যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়ালেন বিরোধীরা। এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে ১৪টি বিরোধী দলের নেতারা গিয়েছিলেন সেখানে। গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলেন তাঁরা। প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়্গে। তবে এদিন বাকি বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন না তৃণমূল, আম আদমি পার্টি ও বিএসপির কোনও নেতা। তবে রাহুল গান্ধীরা যাওয়ার আগেই শুক্রবার সকালে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। দোলা সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দাররা এদিন দেখা করেন কৃষকদের সঙ্গে। সেখানে গিয়ে রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, ‘সেপ্টেম্বরে সম্ভবত মমতা ব্যানার্জি ফের দিল্লি আসবেন। কৃষক আন্দোলন নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদেরকে আমন্ত্রণ জানিয়ে বৈঠক ডাকতে পারেন। গাজিপুর ও অন্যান্য সীমানা যেখানে বিক্ষোভ করছেন কৃষকরা সেখানেও যেতে পারেন। কৃষক নেতাদের জানিয়েছি। মমতা দি কৃষক নেতাদের জন্য উত্তরীয় পাঠিয়েছেন।’