কলকাতা

আজ থেকে একাধিক জেলায় বাড়বে বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যাঁরা সমুদ্রের গভীরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁদের রবিবার রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছিল হাওয়া অফিস । সোমবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধ্য ভারতের ছত্রিশগড়, দক্ষিণে কচ্ছ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে । মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ এবং দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে । ফলে সোমবার থেকে উপকূলের ৩ জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে । সোম ও মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও মঙ্গলবার কয়েক-পশলা ভারী বৃষ্টি হবে । আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।