কলকাতা

মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুস্মিতা দেবঃ সূত্র

মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ আগামী ৪ অক্টোবর হবে ভোট৷ ওই দিনই গণনা৷ অঙ্ক কষে রাজনীতিবিদরা জানিয়েছেন, বিধায়ক সংখ্যার নিরিখে মানসের ছেড়ে যাওয়া আসনে জয় পাওয়া উচিত তৃণমূলের৷ এখন প্রশ্ন উঠছে, ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে প্রার্থী করবেন? তৃণমূল সূত্রে একটি নাম জোরাল ভাবে উঠে আসছে৷ তিনি সুস্মিতা দেব৷ অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা বেশিদিন হয়নি তৃণমূলে যোগ দিয়েছেন৷ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে তৃণমূলে যোগ দিতে গত মাসে গত ১৬ অগাস্ট অসম থেকে কলকাতা এসেছিলেন৷ তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন৷