দেশ

রবিবার অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব, জারি হলুদ সতর্কতা

আবার ফিরছে আম্ফান ইয়াসের স্মৃতি । ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের জেরে হলুদ সতর্কতা জারি করল আইএমডি ৷ একটি বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ সাইক্লোনে পরিবর্তিত হচ্ছে ৷ ১২ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ তারপর অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ও ওডিশার দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে ৷ বর্তমানে নিম্নচাপটি গোপালপুর থেকে প্রায় ৪৭০ কিলোমিটার ও কলিঙ্গপত্তনম থেকে ৫৪০ কিলোমিটার দূরে রয়েছে ৷ আইএমডি টুইট করে জানিয়েছে, “বঙ্গোপসাগরের উত্তরে এবং মধ্যবর্তী অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ আগামী ১২ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্য়ে আছড়ে পড়তে পারে ওই সাইক্লোন। যা বিকেলের দিকে ওডিশার দক্ষিণ ভাগ, অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তরাঞ্চলে কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে বয়ে যেতে পারে ৷ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার সংলগ্ন অঞ্চলগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হল৷ “শুক্রবারই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওডিশার দক্ষিণে উপকূল অঞ্চলে সাইক্লোন-পূর্ববর্তী নজরদারি চালানো শুরু করে দিয়েছে আবহাওয়া দফতর ৷ টুইটে তারা জানায়, “বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এবং উত্তরপূর্ব সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে৷ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার সংলগ্ন অঞ্চলগুলিতে সাইক্লোন-পূর্ববর্তী নজর রাখা হচ্ছে ৷”