দেশ

হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু ২ বাঙালির, আটকে ১

হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে ২ বাঙালির মৃত্যু। হিমাচল প্রদেশে মৃত ২ বাঙালির বাড়ি ব্যারাকপুর এবং বেলঘরিয়ায়। মানালি থেকে বাতাল হয়ে খামেঙ্গার দিকে রওনা দিয়েছিলেন তাঁরা। ট্রেকিং করতে যাওয়ার সময় মৃত্যু হয় ওই ২ বাঙালির। এখনও আটকে রয়েছেন ১ জন। আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে ৩২ জনের একটি বিশেষ দল গঠন করেছে হিমাচল প্রদেশ প্রশাসন। বিশেষ দলে রয়েছেন ৬ জন আইটিবিপি জওয়ান, দশ জন প্রশিক্ষিত ডোগরা স্কাউট এবং দশ জন পোর্টার রয়েছেন। অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় ৩২ জনের ওই বিশেষ দলটির ঘটনাস্থলে পৌঁছতে ৩ দিন সময় লাগবে বলেই মনে করছে হিমাচল প্রদেশ প্রশাসন। আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারেও উদ্বারকাজ চালানো সম্ভব হচ্ছে না। 

বেশি উচ্চতায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ওই ২ বাঙালির, এমনটাই অনুমান পরিবারের লোকজনের। মৃত সন্দীপ কুমার ঠাকুরতা বারুইপুর হাইস্কুলের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। সন্দীপ কুমার ঠাকুরতার সঙ্গে মৃত্যু হয়েছে ভাস্কর দেব মুখার্জির। মৃত ভাস্কর দেব মুখার্জি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। ১১ সেপ্টেম্বর একটি দলের সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন সন্দীপ কুমার ঠাকুরতা এবং ভাস্কর দেব মুখার্জি। ব্যারাকপুর আনন্দপুরী মিডিল রোডের সানরাইজ আবাসনের বাসিন্দা হলেন ভাস্কর দেব মুখার্জি। ভাস্কর বাবুর মৃত্যুতে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত সন্দীপ কুমার ঠাকুরতার হলেন বেলঘরিয়ার রাইফেল রেঞ্জ রোডের বাসিন্দা। সন্দীপ বাবুর মৃত্যু হওয়ার খবর আসতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।