মালদা

সরকারি দেওয়াল ও বৈদ্যুতিক খুটিতে বিজেপির দলীয় পতাকা টাঙ্গানোর অভিযোগ

হক জাফর ইমাম, মালদা:  লোকসভা নির্বাচন ঘোষণা হতেই সরকারি দেওয়াল ও বৈদ্যুতিক খুটিতে বিজেপির দলীয় পতাকা টাঙ্গানোর অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস।  সোমবার এই অভিযোগ নিয়ে মালদা জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের কাছে  অভিযোগ জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার তৃণমূল দলের কাউন্সিলর তথা যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস।  তিনি বলেন,  নির্বাচন বিধি লংঘন করে বিজেপির জেলা নেতৃত্ব সরকারি বৈদ্যুতিক খুঁটি,  দেওয়ালে দলীয় পতাকা ব্যবহার শুরু করেছে।  এর বিরুদ্ধে জেলা নির্বাচন আধিকারিককে অভিযোগ জানানো হয়েছে । দ্রুত যেন আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হয়।রবিবার সন্ধ্যায় ১৭ তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা । নির্বাচন ঘোষণার ১২ ঘন্টার মধ্যে বিজেপির বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের কাজকর্মের অভিযোগ তুলতেই রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস বলেন,  শহরের নেতাজি সুভাষ রোড, বাঁধরোড, ফুলবাড়ী ফোয়ারা মোড়, রাজমহল রোড,  রবীন্দ্র এভিনিউ সহ  বিভিন্ন এলাকাতে সরকারি বৈদ্যুতিক খুঁটি , দেওয়ালে বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি ও প্রতিবাদ জানিয়েছি।  মডেল কোড অফ কনডাক্ট লংঘন করেছে বিজেপি দল । তাই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেই নির্বাচন কমিশন । সোমবার দুপুরে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও এ বিষয়ে জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র জানিয়েছেন, রবিবার সন্ধ্যার পরে নির্বাচন ঘোষণা হলো।  আর ১২ ঘন্টার মধ্যেই তৃণমূল ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করলো।  এই ধরনের কাজ বিজেপি কখনোই করে না। ওদের ভিত্তিহীন অভিযোগ আমরা মেনে নিতে পারলাম না।  যদিও বা কোথাও সরকারি  খুঁটি বা দেওয়ালে দলীয় পতাকা থাকে সেটা বহুদিন আগেকার। আমাদের নজরে এলে অবশ্যই সেগুলি খুলে নেওয়া হবে । তবে তৃণমূলের দলীয় পতাকা কোথাও কোথাও সরকারি দেওয়াল বৈদ্যুতিক খুঁটিতে রয়েছে । এব্যাপারে দলের তরফ থেকে অভিযোগ জানানো হবে।