কলকাতা

আগামী ৭ অক্টোবর বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পড়ান, পরিষদীয় দফতর থেকে ‘অনুরোধ’ গেল রাজ্যপালের কাছে

সূত্রের খবর, দেবীপক্ষেই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথটা নিয়ে ফেলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই শপথ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জটিলতা। জটিলতা সেই রাজভবন আর বিধানসভার মধ্যে। তবে সমস্ত কিছুর মধ্যেও যা খবর, আগামী ৭ অক্টোবর বিধায়ক হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, ৭ তারিখ দুপুর ১২টার আগেই শপথ নেবেন ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই নিয়ে পরিষদীয় দফতরের তরফে রাজভবনে একটি চিঠিও পাঠানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে, এই শপথ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে নেবেন, তাই তা বিধানসভাতেই নেওয়া হোক। সে ক্ষেত্রে রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পড়ান, চাইছে পরিষদীয় দফতর বলেই সূত্রের দাবি। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা অনুরোধ করেছি রাজ্যপাল মহোদয়কে। আগামী ৭ অক্টোবর ১২টার আগে আমরা চাইছি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি শপথবাক্য পাঠ করান। আমরা আশা করছি নোটিফিকেশনটা হয়ে গেল উনি ৭ তারিখ বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই নতুন নির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।”