আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু। আজ ভোর থেকেই তাই পিতৃপুরুষকে তর্পনের উদ্দেশ্যে ভিড় গঙ্গার ঘাটগুলিতে। কলকাতায় গঙ্গার ঘাটে, কুমারটুলি, আহিরিটোলা, বাবুঘাটভাগীরথী, তমলুকের রূপনারায়ণ, উলুবেড়িয়ার কালীবাড়ি, বালির রবীন্দ্র ভবন সহ বিভিন্ন ঘাটে চলছে তর্পণ। বিভিন্ন জেলার ঘাটগুলির চিত্রও একই রকম। কোনও কোনও ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য পড়েছে লম্বা লাইন। তর্পণ করতে এসে যাতে কোনও রকমের দুর্ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রয়েছে পুলিশের। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীপথে টলহদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ।


