দেশ

ত্রিপুরা তৃণমূলের স্টেট স্টিয়ারিং কমিটির ঘোষণা

তৃণমূল কংগ্রেসের কমিটি গঠিত হল ত্রিপুরায়। আজ, বুধবার এই কমিটি ঘোষণা করা হয়েছে। তবে রাজ্য সভাপতি পদে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সুবল ভৌমিককে স্টেট কনভেনার করা হয়েছে। যুব সংগঠনের কনভেনার হলেন বাপ্টু চক্রবর্তী। ঘোষণা করা হয়েছে স্টেট স্টিয়ারিং কমিটিও। প্রসঙ্গত, গত অগস্টের প্রথম সপ্তাহে আগরতলা গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শীঘ্রই নতুন রাজ্য কমিটি ঘোষণা হবে। মহালয়ার দিন সেই কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করা হয়নি। সভাপতির দায়িত্বও দেওয়া হয়নি কাউকে। এদিন ত্রিপুরার জন্য রাজ্য স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয়েছে। তার আহ্বায়ক করা হয়েছে, কংগ্রেস, বিজেপি করে আসা নেতা সুবল ভৌমিককে। মোট ১৯ জনের কমিটি করা হয়েছে। এই স্টিয়ারিং কমিটিতে রয়েছেন অসমের ভূমিকন্যা তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তা ছাড়া আরও পাঁচ মহিলা রয়েছেন নতুন কমিটিতে। সংখ্যালঘু, বাঙালি, জনজাতি-সমস্ত অংশের প্রতিনিধিকেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া ত্রিপুরার জেলাগুলির ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে রাজ্য সভাপতি ছিলেন আশিসলাল সিনহা। তিনি কমিটিতে থাকলেও আহ্বায়ক করা হয়েছে সুবলকে। প্রসঙ্গত সুবল ভৌমিক দলে যোগ দেওয়ার পর থেকেই সামনের সারিতে থাকছিলেন। সমস্ত যোগদান কর্মসূচিতে তিনিই মধ্যমণি থাকছেন। ফলে অনেকেই আন্দাজ করেছিলেন, সুবল ভৌমিককে ত্রিপুরার দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।