প্রতারণা মামলায় এবার অভিনেত্রী নোরা ফতেহিকে সমন পাঠাল ইডি৷ সুকেশ চন্দ্রশেখর ও লীনা পালের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলার তদন্তে নোরাকে ডেকে পাঠানো হয়েছে৷ চন্দ্রশেখর এবং লীনাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, ফর্টিস হেলথকেয়ারের প্রোমোটার শিবিন্দর সিংয়ের পরিবারকে প্রায় ২০০ কোটি টাকা করেছেন৷ এই মামলায় দিল্লি পুলিশের থেকে ইডি তদন্তভার নিতেই সমনের বিষয়টি প্রকাশ্যে আসে৷ ইডি সূত্রে খবর, অভিযুক্তদের সঙ্গে ফতেহির যোগাযোগ থাকায় নোরা ফতেহিকে ডাকা হয়েছে৷ দিল্লি পুলিশের আর্তিক দুর্নীতি শাখার অভিযোগের ভিত্তিতে চন্দ্রশেখর ও লীনা পালকে গ্রেফতার করা হয়৷ তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং তালবাজির অভিযোগ আছে৷ তোলাবাজি মামলায় গত ২৪ অগস্ট ইডি চেন্নাইয়ের সমু্দ্র তীরের এক বাংলো, ৮২.৫ লাখ টাকা, ১২টি বেশি বিলাশবহুল গাড়ি বাজেয়াপ্ত করে৷ দিল্লি পুলিশের অর্থ দুর্নীতি দমন শাখার দায়ের করা এফআইআরের ভিত্তিতে এই তদন্ত চলছে৷ এফআইআরে, অপরাধ মূলক পরিকল্পনা, প্রতারণা এবং প্রায় ২০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ উল্লেখ করা হয়৷