বিনোদন

শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের রাজ কুন্দ্রার

জনপ্রিয় মডেল অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। গত ১৪ অক্টোবর মুম্বই পুলিশের কাছে শার্লিন চোপড়া রাজ-শিল্পা দম্পতির বিরুদ্ধে প্রতারণা এবং মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল যে, রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি তাঁকে মানসিক নির্যাতন করেছেন। শুধু তাই নয়, রাজ কুন্দ্রা তাঁকে বহুবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন, এমন অভিযোগ করেন শার্লিন চোপড়া। এরপরই মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ-শিল্পা। রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির পক্ষে তাঁদের আইনজীবী একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে, ‘শার্লিন চোপড়া আমার দুই মক্কেল শ্রীমান রাজ

কুন্দ্রা এবং শ্রীমতী শিল্পা শেট্টির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার কোনও ভিত্তিই নেই। কোনও প্রমাণও নেই। পুরোপুরি মিথ্যে অভিযোগ করে আমার দুই মক্কেলের মানহানি করছেন এবং অর্থ আদায়ের চেষ্টা করছেন। আরও বলার, ইতিমধ্যে তদন্তে প্রমাণিত হয়েছে যে, জে.এল স্ট্রিম অ্যাপের সঙ্গে কোনওভাবেই জড়িয়ে ছিলেন না শ্রীমতী শিল্পা শেট্টি। তারপরও শার্লিন চোপড়া শিল্পা শেট্টির বিরুদ্ধে অভিযোগ করছেন কীভাবে! এসব কিছুই নয়। আসলে শার্লিন চোপড়া শিল্পা শেট্টির নাম নিয়ে বিতর্ক বাড়িয়ে প্রচারের আলোয় থাকতে চাইছেন।’ শার্লিন চোপড়ার বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের হয়েছে নোডাল সাইবার পুলিশ স্টেশনে।