বৃহস্পতিবার বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শৈলেন মাহাত (২৮)। বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কেতকীঝরিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দুপুরের ভারী বর্ষণের সময় বাজ পড়ে তিনি আহত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। গ্রামবাসী এবং পরিবারের লোকজন শৈলেনবাবুকে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।