কলকাতা

ওয়েইসির আস্ফালন মাটিতে মিশিয়ে রাজ্যের মিম প্রধান সহ একঝাঁক নেতা যোগ দিল তৃণমূলে

বিহার জয়ের সাফল্যের পর উত্তেজনায় ফুটছিলেন আসাদ উদ্দিন ওয়েইসি। একুশের ভোট বাংলাতেও ঝাঁপাবে মিম। হুঙ্কার দিয়েছিলেন ওয়েইসি। সেই আস্ফালনকে ধুলোয় মিশিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের মিম প্রধান আনোয়ার পাশা। তাঁর সঙ্গে একাধিক জেলার মিম সদস্যরা তৃণমূলে যোগ দেন। এ দিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। পাশা ছাড়া মিমের আরও বেশ কিছু জেলা স্তরের নেতা কর্মীরাও তৃণমূলে যোগদান করেছেন। ব্রাত্য বসু দাবি করেন, বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তিকে সুবিধে করে দেওয়া মিমের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আনওয়ার পাশা এবং অন্যান্য নেতারা তৃণমূলে যোগদান করলেন। পশ্চিমবঙ্গের মিমের সংগঠনের সবাই তৃণমূলে যোগদান করলেন বলে দাবি

করেছেন ব্রাত্য বসু। তাঁর দাবি, সবার পাশে থাকার যে নীতি তৃণমূল সরকার নিয়েছে এবং যা উন্নয়ন হয়েছে, তাতে আকৃষ্ট হয়ে মিমের পশ্চিমবঙ্গের নেতারা শাসক দলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করে আনোয়ার হুসেন বলেন, ‘বিহারে যা হয়েছে তাতে স্পষ্ট কিছু শক্তি বাংলায় প্রবেশের চেষ্টা করছে। তারা এখানে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তা বাংলার সংস্কৃতি নয়। ভোটের মেরুকরণ করে তারা বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এতটাই পোক্ত যে একটা ইটও নড়ানো যাবে না।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা তোষণের রাজনীতির অভিযোগও খারিজ করে দিয়েছেন আনোয়ার হুসেন। মিমের জন্যই বিজেপি বিহারে ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন আনোয়ার হুসেন।

https://www.facebook.com/AITCofficial/videos/220449629492861