হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে অন্য একটি বিমানের সঙ্গে মুখোমুখি পড়ে যায় গোয়া থেকে আসা একটি ফ্লাইট ৷ ওই বিমানটির গন্তব্য ছিল ভাইজ্যাগ ৷ অল্পের জন্য রক্ষা বড়সড় দুর্ঘটনার ৷ কিন্তু ভয়ঙ্কর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ জানা গিয়েছে, রবিবার সকালে হায়দরাবাদের শামশাবাদ বিমানবন্দরে গোয়া থেকে আসছিল বিমানটি ৷ বিমানবন্দর কর্মকর্তাদের মতে, ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট 6E-6973 150 জন যাত্রী নিয়ে গোয়া থেকে হায়দরাবাদ হয়ে ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা দেয় ৷ হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার (ATC) ওই বিমানটিকে অবতরণের অনুমতি দেয় ৷ পাইলট হাইড্রোলিক গিয়ারের মাধ্যমে বিমানটি অবতরণ করান ৷ ঠিক সেইসময়ই দেখতে পান রানওয়েতে অন্য একটি বিমান উড়ানের জন্য প্রস্তুত ৷ পাইলটের দক্ষতায় অল্পের জন্য সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও আতঙ্কিত হয়ে পড়েন দুই বিমানের যাত্রীরা ৷ ভাইজ্যাগগামী বিমানের পাইলট দ্রুততার সঙ্গে বিমানকে ফের শূন্যে উড়িয়ে দেন ৷ যার জেরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ৷ এরপর 10 মিনিট বিমানবন্দরের আকাশে ঘুরে-বেড়ানোর পর বিমানটি নিরাপদে অবতরণ করে ৷ কর্মকর্তা থেকে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খানিক পরই বিমানটি বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা দেয় ৷ এর আগে গত মাসে 20 ফেব্রুয়ারি নাগাদ মার্কিন মুলুকে মাঝআকাশে দু’টি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে ৷ দক্ষিণ অ্যারিজোনায় দু’টি ছোট বিমানের সংঘর্ষে 2 জন যাত্রীর মৃত্যু হয় বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফে ৷ ফেডারেল বিমান নিরাপত্তা তদন্তকারীরা সেদিন জানিয়েছিলেন, টুকসনের কাছে মারানা বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান অন্যটি বিমানটি রানওয়ের কাছে মাটিতে আঘাত করে এবং আগুন ধরে যায়।
