এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড আন্তর্জাতিক ড্রাগ পাচারকারী শেহনাজ সিং ওরফে শন ভিন্ডারকে গ্রেফতার করেছে তারন তারান পুলিশ ৷ পাঞ্জাব পুলিশের মতে, ভিন্ডার আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল ৷ সোমবার পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব, এক্স-হ্যান্ডেলে পোস্ট করে গ্রেফতারের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা অবশ্যই বড় সাফল্য পুলিশের ৷ তারন তারান পুলিশ শেহনাজ সিং ওরফে শন ভিন্ডারকে গ্রেফতার করেছে ৷ মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে এই শেহনাজ সিং ওরফে শন ভিন্ডারের ৷ ভিন্ডার একজন আন্তর্জাতিক ড্রাগ পাচারকারী। ভিন্ডার একটি আন্তর্জাতিক মাদক চক্রের মূল পাণ্ডা বা ‘কিংপিন’ ৷ কলম্বিয়া থেকে সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় কোকেন পাচারের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত 26 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ডারের চার সহযোগি অমৃতপাল সিং ওরফে অমৃত ওরফে বাল, অমৃতপাল সিং ওরফে চিমা, তকদির সিং ওরফে রোমি, সার্বসিত সিং ওরফে সাবি এবং ফার্নান্দো ভাল্লাদারেস ওরফে ফ্রাঙ্ককে গ্রেফতার করার পরে ভিন্ডারের খোঁজ মেলে ৷ 26 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক উদ্ধার অভিযানের পর তদন্তের সময় পাঁচজন মাদক ব্যবসায়ীর নাম উঠে আসে। পঞ্জাব পুলিশের ডিজি’র মতে, মার্কিন কর্তৃপক্ষ 391 কেজি মেথামফেটামাইন (আইসিই), 109 কেজি কোকেন এবং চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে এই ব্যক্তিদের কাছ থেকে ৷ গ্রেফতারের পর তাদের বাড়ি ও গাড়ি থেকে এইসব বেআইনি জিনিস উদ্ধার হয় বলে জানা গিয়েছে। পুলিশের ডিজি মাদক পাচারকারী এবং সংগঠিত অপরাধের ক্ষেত্রে পঞ্জাব পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি সম্পর্কেও স্পষ্ট করে জানিয়েছেন।
