কলকাতা

বিধানসভার কথা মাথায় রেখে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল তৃণমূলে

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলীয় নেতৃত্বের বড়সড় রদবদল আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভার কথা মাথায় রেখে ২১ জনের একটি কমিটি গড়ল তৃণমূল। সেই রাজ্য কমিটিতে যেমন এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তেমনই এলেন সদ্য মুক্তি পাওয়া ছত্রধর মাহতও। পাশাপাশি রয়েছে চূড়ামণি মাহত ও সুকুমার হাঁসদাও। অন্যদিকে জেলা নেতৃত্বেও বেশ কিছু বদল করা হল। যেমন- বাঁকুড়ার জেলা সভাপতি হলেন শ্যামল সাঁতরা, পুরুলিয়া জেলা সভাপতির পদ থেকে সরিয়ে হল শান্তিরাম মাহাতকে। তাঁকে জেলায় দলের চেয়ারম্যান করা হল। শান্তিরামবাবুর স্থলাভিষিক্ত হলেন গুরুপদ টুডু। হাওড়ার জেলা সভাপতি হলেন লক্ষ্মীরতন শুক্লা। সরান হল অরূপ রায়কে। তাঁকে হাওড়া জেলায় দলের চেয়ারম্যান করা হল। জেলার সাংগঠনিক কোঅর্ডিনেটর হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের জেলা সভাপতি হলেন দুলাল মুর্মু। কোচবিহারে জেলা সভাপতি হলেন পার্থপ্রতিম রায়। নদীয়া জেলা সভাপতি হলেন মহুয়া মৈত্র। পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন তেওয়ারি, এবং পূর্ব বর্ধমানে স্বপন দেবনাথ। এর পাশাপাশি ৭ জনের একটি কোর কমিটিও গঠন করা হল। সেই রাজ্য কমিটিতে এলেন অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষ ও সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চাটার্জি, শুভেন্দু অধিকারী, গৌতম দেব। জলপাইগুড়ি জেলার সভাপতি হলেন কিষান কল্যাণী। অন্যদিকে যুব তৃণমূল নেতৃত্বেও বেশ কিছু রদবদল করা হয়েছে। দেখে নিন সেই তালিকা –