তৃণমূল কংগ্রেসকে তিনি কোনও রাজনৈতিক দল বলেই মনে করেন না৷ রাজনীতিতে পা দিয়েই এই ভাবে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ কটাক্ষের সুরে তৃণমূলকে যাত্রা পালার সঙ্গে তুলনাও করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মা-মাটি-মানুষ তৃণমূলের যাত্রাপালার নাম বলেও কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি যে বিজেপিতেই যোগ দিচ্ছেন এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর পাশাপাশি শাসক দলকেও প্রত্যাশিত ভাবেই তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিচারপতি৷ এমন কি, তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে বলেও দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শাসক দলকে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই রাজ্যে তৃণমূল বলে যে দলটি আছে সেটি দুষ্কৃতীদের দল৷ একটা যাত্রা পার্টি৷ তাদের যাত্রা পালার নাম হচ্ছে মা-মাটি-মানুষ৷ দলটা তো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্তদের নিয়ে তবে তৃণমূলে কিছু ভাল মানুষ তো আছেনই৷ তাঁরা ভুল করে সেখানে ঢুকে পড়েছেন, এখন আর বেরোতে পারছেন না৷’ একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘আমার মনে হচ্ছে তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে৷ ২০০৯-এ সিপিএমের যে অবস্থা হয়েছিল, এবার তৃণমূলের অবস্থা তাই হবে৷ ২০২৬-এ এই দলটা থাকবে কি না আমি নিশ্চিত নই৷’