এখনও স্পষ্ট নয়, তিনিই তমলুকে বিজেপির প্রার্থী কি না৷ তবে শোনা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি৷ প্রার্থীপদ ঘোষণার আগেই মঙ্গলবার তমলুকে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেখানে সারাদিনই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে৷ সকালে মন্দিরে পুজো দেওয়া, পার্টি অফিসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার মতো একাধিক কর্মসূচি সারেন তিনি৷ সন্ধ্যায় তিনি গিয়েছিলেন অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জে৷ সেখানে সান্ধ্যকালীন আহার সারার পাশাপাশি, রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়৷ এদিন সান্ধ্যকালীন টিপিনে অভিজিৎ ফিসফ্রাই, চা ও অল্প কাজুও খেয়েছেন বলে খবর মিলেছে৷ সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘শিশিরবাবুর পায়ের ধুলো নিলাম৷ কথা বললাম ওঁর সঙ্গে৷ সৌজন্য সাক্ষাৎ হল৷ খুব ভাল লেগেছে।” পাশাপাশি, প্রাক্তন বিচারপতির উচ্ছ্বসিত প্রশংসা করেন শিশির অধিকারীও৷ তিনি বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব ভাল মানুষ৷ ও প্রার্থী হলে ওঁর হয়ে ভোট প্রচার করব৷ মোদিজির সমর্থনে ভোটের প্রচার করব৷’