কলকাতা

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে বলেন, ‘মাথা নত করলে জনগণের কাছে করব। দিল্লির দানবদের কাছে মাথা নত করব না।’ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বুধবার রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই তৃমণমূলের ছাত্র যুবদের ডাকে শহীদ মিনার চত্বরে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ। পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দোষীদের সাজা হোক। আমরা ইতিমধ্যে পার্থ চট্টোপাধযায়কে দল থেকে সাসপেন্ড করেছি। মন্ত্রিসভা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম কী বলছে, বিরোধীরা কী করছে তাতে প্রভাবিত না হওয়ার জন্য দলের ছাত্রযুবদের বলেন অভিষেক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধির পাশে দাঁড়ান অভিষেক। মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সুরাতের আদালত দু বছরের সাজা ঘোষণা করার পর রাহুলের সাংসদপদ খারিজ করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অভিষেক বলেন, রাহুলের মন্তব্য তিনি সমর্থন করেন না। কিন্তু বাংলায় মোদি এসে দিদিকে ব্যঙ্গ করে কথা বলেছিলেন। আর সেই কারণে মোদির সাজা হবে না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। আইন বিজেপি ও তৃণমূলের জন্য পৃথক কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।