জেলা

আসানসোলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের নিউটাউন এলাকায় ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে । মৃতার নাম কোয়েল হাঁসদা (২২)। তিনি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। মঙ্গলবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতা বাবার অভিযোগ, মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি। এদিকে, ঘটনার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল থেকে হিরাপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ২৭ মার্চ, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে বের হন কোয়েল। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার রাত দশটা নাগাদ হিরাপুর থানায় খবর আসে নিউটাউনের ১২ নম্বর রাস্তার পাশে একটি দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ কুলটির মিঠানি হাইস্কুলের শিক্ষক লক্ষ্মীনারায়ণ হাঁসদাকে খবর দেন। তিনি আসানসোল জেলা হাসপাতালে এসে  মেয়ের দেহ শনাক্ত করেন। লক্ষ্মীনারায়ণবাবু বলেন, ‘মেয়ে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর সে বাড়ি না ফেরায় ফোন করি। কিন্তু ফোন বন্ধ ছিল। রাতে কোথাও মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার সকালে হিরাপুর থানায় একটি মিসিং ডায়ারি করি। গতকাল রাত দশটায় পুলিশ ফোন করে মেয়ের দেহ উদ্ধারের বিষয়টি জানায়।’ তাঁর অভিযোগ, মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। অন্যদিকে, পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।