জেলা

‘যে কাগজে মুড়িয়ে টাকা নিল তার হাত ধরে বিচারক-দা বিজেপিতে এল’, অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ অভিষেকের

এদিন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্ম শিবিরকে আক্রমণ করে চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ বলে। তিনি বলেন, ‘যারা ধর্মের নামে ভোট চায় তাদের ভোট দেবেন? যখন চাষীরা জল পাইনি আপনি একটা কথাও বলেননি। সবথেকে দুর্নীতিবাজদের পাশে বসে আপনি বলছেন মোদীজির গ্যারান্টি। আপনি ১০০ দিনের টাকা আটকে রেখেছেন। বাংলার মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে কি করবেন?’এমনকী ভরা সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যে কাগজে মুড়িয়ে টাকা নিল তার হাত ধরে বিচারকদা বিজেপিতে এল। প্রসঙ্গত, জাস্টিস থাকাকালীন অভিষেককে চাঁছাছোলা ভাষায় বেনজির আক্রমণ করেছেন অভিজিত গঙ্গোপাধ্যায়। কখনও তালপাতার সেপাই তো কখনও মামা-মাসির কোলে চেপে নেতা হওয়ার প্রসঙ্গ, বারবার কটাক্ষ করেছেন তিনি।উল্লেখ্য, শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে তমলুক থেকে লড়তে পারেন পদত্যাগী বিচারপতি।