দেশ

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী পরিনীত কৌর এবার যোগদান করলেন বিজেপিতে

লোকসভা নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি বিজেপি শিবিরের। কংগ্রেসের সাসপেন্ড হওয়া সাংসদ পরিনীত কৌর যোগ দিলেন বিজেপিতে। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্ত্রী তিনি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করতে পারে বলেই খবর মিলেছে। ২০২১ সালে মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দেন অমরিন্দর সিং। তিনি এরপর পঞ্জাব লোক দল নামে একটি দল গঠন করেন। এরপরই তাঁর স্ত্রী পরিনীত কৌরকে দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করে কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপি নেতা বিনোদ তাওডে এবং তরুণ চৌগের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন পরিনীত কৌর। যোগদানের পর পরিনীত কৌর বলেন, বিগত ২৫ বছর ধরে রাজনীতি করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবার দেশের উন্নতির কাজ করব। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে পরিনীত কৌরের বিজেপিতে যোগদান করায় শক্তি অনেকটাই বৃদ্ধি পেল।