কলকাতা

‘ম্যাচ ফিক্সিংয়ের মতো অর্ডার ফিক্সিং’, ২৬ হাজার চাকরি বাতিলে বিজেপিকে কটাক্ষ অভিষেকের

বিজেপির মহিলা প্রার্থীর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপি। অভিযোগ, মালদহ দক্ষিণের মহিলা বিজেপি প্রার্থীকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই কমিশনে ইমেইল করেছে বিজেপি। চুপ নেই তৃণমূলও। তাদের পাল্টা কটাক্ষ, যে দল রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করে না, তারা আবার নারীর সম্মান নিয়ে কথা বলছে! এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক নিজেও। তাঁর কথায়, “ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বাপ বাপান্ত করেন, তখন?”অভিষেক আরও বলেন, “ওঁরা যোগী আদিত্যনাথকে বলেন জী৷ আর মমতা বন্দোপাধ্যায়কে ফুফু, খালা এইসব বলেন তখন কেন ক্ষমা চান না৷ যে দল রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করে না, তারা আবার নারীর সম্মান নিয়ে কথা বলছে। যে প্রতিনিধি বিধায়ক মানুষের ভোটে জিতে, মানুষের টাকা বন্ধ করে দেয় তাঁকে কী বলব? উনি তো ইংরেজবাজার বিধানসভার বিধায়ক। যদি উনি কেন্দ্রকে চিঠি দিয়ে জানান, টাকা গরীব মানুষের জন্য তাহলে আমি ওঁর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব। একটা চিঠি দেখাতে বলুন আগে৷ বিজেপি যে ভাষা বোঝে আমি সেই ভাষায় জবাব দিতে জানি৷” অভিষেক এদিন তাঁর প্রতিক্রিয়ার আরও যোগ করেন, “আমি গতবছর আজকের দিনে নবজোয়ার যাত্রা শুরু করেছিলাম মানুষের অধিকারকে সামনে রেখে৷ এবার বলব আবাসকে সামনে রেখে ভোট দিন। আদালতের যে সব বিচারপতি এই মামলা শুনছিল তারা আজ সব বিজেপির প্রার্থী। আজ ২৫ হাজার যোগ্য লোকের চাকরি কেড়ে নিল। এক বিচারপতি বলেছিলেন, তাকে বিজেপি অ্যাপ্রোচ করেছিল। তিনি মেনে নিয়েছেন৷ বিজেপির নেতা বললেন বোম ফাটাব৷ সপ্তাহ শুরু হয় সোমবার। আর সেই দিন এল রায়৷ এটা কি কাকতালীয়? বিজেপির বিধায়ক অমরনাথ শাখা বলছেন আরও ৫৯ হাজার চাকরি যাবে৷ আজকে প্রতিশোধ নেওয়ার জন্য। হাইকোর্টের নির্দেশের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে। কয়েক জন বিজেপির কথায় চলছে। রায় দিচ্ছে প্রভাবিত হয়ে। সোমবার পুরো প্যানেল বাতিল আর আমাকে মারতে আসার রেইকি৷ এর মধ্যে যে কোনও একটা বিস্ফোরণ৷ আমরা আগে বলতাম বলে বলে গোল দেব। ম্যাচ ফিক্সিংয়ের মতো অর্ডার ফিক্সিং৷ এটা বেটিংয়ের নতুন চক্র। মানুষ এর জবাব দেবে৷ মানুষের কাছে সব দিনের আলোর মত পরিষ্কার। আমি মনে করি রায় যথাযথ না হলে আইনি লড়াইয়ে যাওয়া উচিত।”