এবার জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে তৃণমূলের এই কর্মসূচি, শেষ হবে ২০ জুন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, দুমাস ধরে জেলায় জেলায় জনসংযোগ যাত্রার নামে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি চলবে। এই দুই মাস জনসংযোগ যাত্রার মাধ্যমে জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছবে দল। মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করা হবে। পরিষ্কার, স্বচ্ছ ভাবমূর্তি মানুষকে প্রার্থী করবে তৃণমূল। ৬০ হাজার গ্রামীণ বুথে কে প্রার্থী হবে, তার জন্য মানুষের মতামত নেব। কোচবিহারের দিনহাটা থেকে শুরু করে সাগরে শেষ হবে এই কর্মসূচি। এদিন অভিষেক আরও বলেন, ২ মাস কলকাতা ফিরব না, রাস্তায় থাকব। প্রতিদিন ৩-৪-৫টি করে জনসভা হবে। তারপর রাতে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে। ৮-১০টি পঞ্চায়েত নিয়ে একটি করে বৈঠক হবে। জনসংযোগ যাত্রায় বিভিন্ন পয়েন্টে মানুষের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে আগামী পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে বলেও জানা অভিষেক। তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন তো হবেই, তার জন্য মানুষের মতামত নেওয়া হবে। এদিকে পঞ্চায়েতে প্রার্থী নির্বচনের জন্য ২ মাস ধরে এই কর্মসূচি চালাবে তৃণমূল। এ প্রসঙ্গে অভিষেকের মত, পঞ্চায়েতই সমাজের শিঁরদাঁড়া। তাই প্রার্থী নিয়ে গোপন ব্যালটে মতামত নেওয়া হবে। নিজের স্বার্থের উপরে যে কাজ করবে, তাঁকেই চাইছে তৃণমূল। পঞ্চায়েতে প্রার্থীকে মানুষের পাশে থাকতে হবে। পঞ্চায়েত পরিষ্কার করার প্রয়াস আগে কেউ নেয়নি। পঞ্চায়েতের প্রার্থীকে শীত,গ্রীষ্ম, বর্ষা পুাশে থাকতে হবে। অভিষেকের সাংবাদিক বৈঠকের আগেই অবশ্য বুধাবর নবান্নে বসে এই জনসংযোগ কর্মসূচির কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।