কলকাতা

পরীক্ষামূলকভাবে প্রথমবার যাত্রী নিয়ে গঙ্গার নিচ দিয়ে ছুটল ইস্ট-ওয়েস্ট মেট্রো

 যাত্রী নিয়ে প্রথমবার গঙ্গার নীচ দিয়ে ছুটল ইস্ট-ওয়েস্ট মেট্রো বৃহস্পতিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যায় ট্রেন। কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর হরিনাথ জয়সওয়াল জানিয়েছেন, আজ থেকে শুরু। এরপর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর লাগাতার ট্রায়াল রান চলবে। রেক দুটিকে বৌবাজারে টানেলের ভিতর দিয়েই নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই নির্দিষ্ট অংশে এখনই ট্রায়াল রানের কোনও ভাবনা চিন্তা নেই। বাকি অংশে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন রেল বোর্ডের ভারপ্রাপ্ত আধিকারিক। সেখান থেকে সবুজ সংকেত বা ছাড়পত্র পেলে এই বছরই গঙ্গার তলা দিয়ে চালু হবে কলকাতার স্বপ্নের মেট্রো পথ।