আগামী ২০ জুন থেকে নয়া কর্মসূচি তৃণমূলের। ফের রাজ্য জুড়ে জেলা সফরে বেরোবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে গঠন করা হচ্ছে নয়া কমিটি। এই কমিটি বুথ কমিটির সঙ্গে সমন্বয় করবে। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিয়মিত হবে শীর্ষ নেতৃত্ব ও বুথ নেতৃত্বের সমন্বয় বৈঠক। সেই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব বার্তা দেবেন, দলের মনোনীত পার্থীকেই যেন সকল সদস্য-কর্মীরা সমর্থন করেন। কড়া বার্তা, কেউ বা কারও ঘনিষ্ঠ ‘প্রার্থী’ না হলে তিনি বা তাঁর ‘অনুগামী’রা দল নির্ধারিত প্রার্থীকে সমর্থন করবেন না- এমনটা যেন না হয়। বার্তা, দলের ঠিক করা প্রার্থীর জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। দল থেকে বেরিয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো বরদাস্ত করা হবে না। বলা হয়েছে, ওই প্রার্থী জিতলেও তাঁকে পরে দলে ফেরানো হবে না।