জেলা

বিদ্রোহী নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

বিদ্রোহী নেতা কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নামখানার ইন্দিরা ময়দানে নব জোয়ার যাত্রার সমাপ্তি সভা থেকে বিক্ষুব্ধদের হুঁশিয়ারি দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। রাজ্যে পঞ্চায়েত ভোটের দামাম বেজে যাওয়ার পর থেকে বিভিন্ন জেলায় প্রার্থী পদ নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ ফুটে উঠেছে। বিক্ষুব্ধ তৃণমূল নেতারা নির্দল প্রার্থী দিয়েছেন অনেক জায়গায়। দলের নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যারা নির্দল প্রার্থী দিয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, ‘কোথাও কোথাও নির্দল হয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই।’ মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়া প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, ‘সিপিএম পরিকল্পিত ভাবে সন্ত্রাসকে মজ্জাগত করেছিল। জেলা পরিষদে ১০০% মনোনয়ন হয়েছে৷ আমরা অধিকার হরণ করিনি, ফেরত দিয়েছি। সিপিএম, বিজেপি বলতে পারবে না, তাদের মনোনয়ন জমা পড়েনি৷ আমরা কথা দিলে কথা রাখি।’