পঞ্চায়েতের আগে তৃণমূলে ‘নবজোয়ার’। কোচবিহার থেকে আনুষ্ঠানিকভাবে জনসংযোগ কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন সকালে প্রথমে বামনহাটের তাঁবুতে বিএসএফ-এর গুলিতে নিহত ২ যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁবুতে অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন বিএসএফ-এর গুলিতে নিহত ২ যুবকের পরিবার। বিএসএফ-এর গুলিতে প্রেমকুমার বর্মন ও মোফাজ্জল হোসেন নামে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তাঁবুতে এসে অভিষেকের সঙ্গে এদিন দেখা করলেন প্রেমকুমার বর্মনের পরিবার। দেখা করলেন মোফাজ্জল হোসেনের পরিবারও। তাঁদের সবার সঙ্গেই কথা বলেন অভিষেক। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অভিষেক। তারপর বামনহাট তাঁবু থেকে বেরিয়ে স্থানীয় মাধাইকাল কালীবাড়ি মন্দিরের উদ্দেশে পায়ে হেঁটে রওনা হন অভিষেক। সেখানে পুজো দেওয়ার পরই সাহেবগঞ্জের সভায় যোগ দেবেন তিনি। এই মাধাইকাল কালীবাড়ি যাওয়ার সময় গ্রামের পথেই ‘জনসংযোগ’ সারলেন অভিষেক। কখনও নিরাপত্তা বেষ্টনী টপকে তাঁর কাছে চলে আসা তরুণীর সঙ্গে সেলফি তুললেন। কখনও আবার নিজেই এগিয়ে গেলেন স্থানীয়দের কাছে। তাঁদের অভাব অভিষোগ শুনলেন। তাঁকে হাতের কাছে পেয়ে স্থানীয়রা অভিযোগ করেন, ‘বাড়িঘর কিছু পাইনি।’ যার জবাবে অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধতে এক ইঞ্চি জমিও ছাড়লেন না! অভিষেক বলেন, ‘বাড়ির ৬০ শতাংশ টাকা কেন্দ্র থেকে দেওয়া হয়। আর রাজ্য দেয় ৪০ শতাংশ। কেন্দ্র বাংলার টাকা আটকে রেখেছে। বার বার বলার পরেও টাকা দিচ্ছে না কেন্দ্র। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। কেন্দ্রকে সময়সীমা দেওয়া হয়েছে।’ এরপরই অভিষেকের আশ্বাস, ‘কেন্দ্র টাকা না দিলে, বাড়ি করে দেবে রাজ্য সরকার-ই।’