দেশ

ABVP ও RSS-এর গুন্ডারা গতরাতে সংগঠিত ভাবে হামলা চালায়ঃ ঐশী ঘোষ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলার জন্য ABVP ও RSS-কে দায়ি করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ গতকাল ঐশীও আক্রান্ত হয়েছিলেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ৷ জানান, গতকাল লোহার রড ও হাতুড়ি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা ৷ তাঁর কথায়, “ABVP ও RSS-এর গুন্ডারা গতরাতে সংগঠিতভাবে হামলা চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ জেএনইউ আমাদের নিজেদের বাড়ি ৷ জেএনইউ চাইলেও আমাদের জেএনইউ থেকে দূরে সরাতে পারবে না ৷ ”