জেলা

জলপাইগুড়ির দোমোহনিতে ট্রাক্টর-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, গুরুতর আহত ১২ শ্রমিক

দোমোহনি ৩১ নং জাতীয় সড়কে ট্রাক্টর ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল তিন জনের। গুরুতর জখম হয়েছেন ১২ জন শ্রমিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনিতে এই ঘটনা ঘটেছে।  মঙ্গলবার সকালে ময়নাগুড়ি উল্লাডাবরিতে একটি ট্রাক্টরে চেপে মাটি কাটার উদ্দেশ্য যাচ্ছিলেন প্রায় ২০ জন শ্রমিকের একটি দল। তাঁরা ট্রাক্টরের ট্রলিতে বসে ছিলেন। সেই সময় ৩১ নং জাতীয় সড়কে দোমোহনি জোড়াবাধের কাছে একটি ট্রাক এসে ট্রাক্টরটিকে সামনে থেকে ধাক্কা মারে। ট্রাক্টর ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রলি থেকে রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। ট্রাক্টরটিকে ঠেলতে ঠেলতে কিছুটা দূরে নিয়ে যায় বড় ট্রাকটি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন তাঁরা।  ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এই ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে হাইওয়ে ট্রাফিক পুলিশ ও দমকলের কর্মীরা আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।