বিনোদন

অবশেষে দুবাইয়ের বাড়িতে ২ মাস ধরে আটকে রাখা গৃহকর্মীর বকেয়া পরিশোধ করলেন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি

গতমাস থেকেই অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি-র বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা উঠে আসছে একাধিক সংবাদমাধ্যম শিরোনামে। গতমাসে অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকী অভিনেতার বাড়িতে প্রবেশ করতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। সম্পত্তির ভাগাভাগি করতে এসেছেন আলিয়া, এই অভিযোগে আলিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নওয়াজের মা। এরপর আলিয়া পাল্টা নওয়াজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন। এমনকী তিনি জানান, নওয়াজের বাড়িতে তাঁকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়। তাঁকে খেতে, শুতে এবং স্নান করতেও দেওয়া হচ্ছেনা। এমনকী আলিয়ার আইনজীবীর মারফতে নওয়াজের বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ এনেছেন আলিয়া। উল্টোদিকে নওয়াজও জানায় আলিয়ার দ্বিতীয় সন্তান তাঁর নয়। এমতাবস্থায় আলিয়া সন্তানের ডিএনএ পরীক্ষা করার আবেদন জানিয়েছেন। এদিকে নওয়াজের পারিবারিক কলতানের মাঝেই আলিয়ার আইনজীবী দিন কয়েক আগেই একটি মারাত্মক ভিডিও সোশ্যাল মিডিয়ার আপলোড করেন। যেখানে দেখা যায়, নওয়াজের দুবাইয়ের বাড়িতে আটকে রয়েছেন তাঁর এক পরিচারিকা। যাঁকে বেনামি কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে নওয়াজের দুই সন্তানের পরিচারিকা হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁকে খেতে, শুতে এবং স্নান করতেও দেওয়া হচ্ছেনা। এমনকী আলিয়ার আইনজীবীর মারফতে নওয়াজের বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ এনেছেন আলিয়া। উল্টোদিকে নওয়াজও জানায় আলিয়ার দ্বিতীয় সন্তান তাঁর নয়। এমতাবস্থায় আলিয়া সন্তানের ডিএনএ পরীক্ষা করার আবেদন জানিয়েছেন। এদিকে নওয়াজের পারিবারিক কলতানের মাঝেই আলিয়ার আইনজীবী দিন কয়েক আগেই একটি মারাত্মক ভিডিও সোশ্যাল মিডিয়ার আপলোড করেন। যেখানে দেখা যায়, নওয়াজের দুবাইয়ের বাড়িতে আটকে রয়েছেন তাঁর এক পরিচারিকা। যাঁকে বেনামি কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে নওয়াজের দুই সন্তানের পরিচারিকা হিসেবে নিয়োগ করা হয়েছিল। ভিডিওতে কাঁদো কাঁদো সুরে ওই পরিচারিকা বলেন, নওয়াজ গত ২ মাস ধরে দুবাইতে আটকে রেখেছেন, কয়েক মাসের বেতন বাকি। ভিসা ফি-এর অজুহাতে তিনি তাঁর বকেয়া মেটাচ্ছেন না, তাই ভারতে আসতে পারছেন না তিনি। থাকা ও খাওয়ার মতও টাকা নেই তাঁর কাছে এখন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি তাঁর পরিচারিকা স্বপ্না রবিন মসিহকে অর্থ প্রদানের জন্য ঝাঁপিয়ে পড়েন নওযাজউদ্দিন। সোমবার সন্ধ্যায় আলিয়ার আইনজীবী ইটাইমসকে বলেছেন, ‘আমরা এখুনি অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি না। আমরা স্বপ্নার ভারতে ফেরার জন্যে অপেক্ষা করছি।’ স্বপ্নার মামলার একটি আপডেট দিয়ে, আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী টুইট করে জানিয়েছেন, “স্বপ্নাকে অভিনেতার প্রতিনিধিরা বকেয়া পরিশোধ করেছেন এবং তিনি ফ্লাইটে চেপে ভারতে ফিরে আসছেন।”