দেশ

সাতসকালে ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ১০ যানবাহনের সংঘর্ষ! মৃত ১৩, আহত ৩৫

দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ে’তে দাউ দাউ করে আগুন ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের মথুরা জেলার বলদেব থানা এলাকার ১২৭ নম্বর মাইলস্টোনের কাছে সাতসকালে ৭টি বাস ও ৩টি চারচাকার সংঘর্ষ হয় ৷ যার জেরে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িগুলিতে ৷ জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ১৩ জনের ৷ আহত হয়েছেন অন্তত ৩৫ জন ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসগুলিতে বিকট শব্দে আওয়াজ হয় । যাত্রীরা চিৎকার করতে থাকেন ৷ প্রাণ বাঁচাতে লোকজন বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন । স্থানীয়রা প্রথমে পুলিশে খবর দেয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ ব্যারিকেড করে দেওয়া হয় ওই এলাকাটি ৷ ঘটনাস্থলে 20টি অ্যাম্বুলেন্স পৌঁছয় । ঘন কুয়াশার কারণে একাধিক গাড়ির ধাক্কাধাক্কি, আর সেই থেকে পরিস্থিতি চরমে পৌঁছয় বলে জানায় পুলিশ ৷