বিনোদন

অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, মৃত ১

মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ি মুম্বইয়ের কান্দিভালি এলাকায় দুই শ্রমিকের উপর চলে যায়৷ যার ফলে একজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। অভিনেত্রী এবং তার ড্রাইভারও দুর্ঘটনায় আহত হয়েছেন। শুটিং শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি উচ্চ গতিতে চলছিল এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ একটু দূরেই মেট্রো রেলের কাজ চলছিল৷  গাড়িটি এরপর দ্রুত গতিতে মেট্রো রেল প্রকল্পে কাজ করা শ্রমিকদের ওপর চলে যায়। সেখানেই দুর্ঘটনার শিকার হন ওই দুই শ্রমিক৷ গাড়ি চালক বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে, তিনি যোগ করেন। অভিনেত্রীর গাড়িটিও দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উর্মিলাও সামান্য আঘাত পান।