কলকাতা

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১০১, মৃত ৭৯, সুস্থ ২৯৬

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১০১ জন। গতকাল রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫৬ জন। আজ আরও ৯২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৮। তবে ইতিমধ্যেই ২৯৬ জন সুস্থ হয়ে যাওয়া তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। ফলে রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল ৭৯। ৭৯ জন কোভিডে মারা যাওয়া ছাড়াও, আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১০১ জন। আজ বুলেটিন প্রকাশ করে একথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর।