কলকাতাঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৭ জনের শরীরে মিলল কোভিড-১৯-এর ভাইরাস। পাশাপাশি এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জন রোগীর। গতকাল মোট আক্রান্ত ছিল ২ হাজার ১৭৩ জন। আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২২৯০। এঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭০২ জন। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৫। অন্যদিকে রাজ্য আগেই জানিয়েছিল ৭২ জনের মৃত্যুর পর তাঁদের করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া গিয়েছিল। ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮১ জন।






