কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৫১১৭, মৃত ৪৩২, সুস্থ ৩৭৭৯

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৩২৮। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ১৭ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩২। বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৫ হাজার ১১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩,৭৭৯ জন।