বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়

 হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সন্ধ্যা রায়। হাসপাতাল সূত্রে খবর এখন তিনি অনেকটাই ভালো আছেন, সেকারণেই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। গত ১৫ জুন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। বুকে অস্বস্তি নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। হাসপাতালের তরফ মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছিল, গত ১৫ই জুন অর্থাৎ শনিবার বুকে অস্বস্তি-সহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রবীণ অভিনেত্রীকে। বুক ধড়পড় করছিল তাঁর। ভর্তির পর ৭৯ বছর বয়সী অভিনেত্রীর ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। করা হয়েছিল সমস্ত ধরনের রক্ত পরীক্ষাও। সেইসব পরীক্ষার ভিত্তিতেই চিকিৎসকরা মনে করছিলেন করোনারি ইনসাফিসিয়েন্সিতে ভুগছেন অভিনেত্রী। এর অর্থ অভিনেত্রী হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তবে সেটির প্রভাব খানিক কম। তবে কোনওরকম অক্সিজেন সাপোর্টের দরকার পরেনি তাঁর। ডঃ এসবি রায় (ননইনভেনশন্যাল কার্ডিওলজি), ডঃ সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার) এবং ডঃ পিকে মিত্র (ইনভেনশন্যাল কার্ডিওলজি)- তিন সদস্যের চিকিৎসকদের এই টিম সন্ধ্যা রায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন।