দেশ

‘কোনও অনিয়ম হয়নি’, আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়ে জানিয়ে দিল সেবি

আদানি গোষ্ঠীকে পুরোপুরি ‘ক্লিন চিট’! হিন্ডেনবার্গের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিল ভারতের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে সেবি। হিন্ডেনবার্গ রিসার্চের তরফে আদানি গোষ্ঠী এবং গৌতম আদানির বিরুদ্ধে স্টক ম্যানিউপুলেশন অর্থাৎ শেয়ার বাজারে স্টকের দাম নয়ছয়ের অভিযোগ তোলা হয়েছিল। এই অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছিল আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস এবং আদানি পাওয়ারকে। হিন্ডেনবার্গ (Hindenburg) দাবি করেছিল, আদানি গোষ্ঠী তাদের তিনটি সংস্থাকে ব্যবহার করে গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির মধ্যে টাকা স্থানান্তর করেছে। কিন্তু এদিন সেবি দু’টি পৃথক আদেশে জানায়, তদন্তে এমন কোনও অনিয়মের প্রমাণ মেলেনি। পাশাপাশি সেবির ব্যাখ্যা, ওই সময় যে ধরনের লেনদেন হয়েছিল, তা তখনকার নিয়মে ‘রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন’-এর আওতায় পড়ত না। নিয়ম পরিবর্তন হয় ২০২১ সালে। উপরন্তু, সব ঋণ ফেরত দেওয়া হয়েছে, তহবিল ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট উদ্দেশ্যে। কোথাও প্রতারণা বা বেআইনি লেনদেন হয়নি। এদিন খবর প্রকাশ্যে আসতে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, দীর্ঘ তদন্তের পর সেবি প্রমাণ করল হিন্ডেনবার্গের দাবি ভিত্তিহীন। তিনি এও লিখেছেন, ‘আমরা বারবার বলেছি, স্বচ্ছতা এবং সততা আদানি গোষ্ঠীর ভিত্তি। যে বিনিয়োগকারীরা ওই ভুয়ো রিপোর্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমরা সহানুভূতিশীল। যাঁরা মিথ্যে প্রচার চালিয়েছিলেন, তাঁদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। সত্যমেব জয়তে! জয় হিন্দ!’