দেশ রাজনীতি

বেকার যুবকদের জন্য এবার মাসে ১০০০ টাকা, ভোটের মুখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

ভোটের মুখে ফের বড় ঘোষণা বিহার সরকারের ৷ এবার শিক্ষিত বেকার যুবকদের জন্য মাসে 1000 টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছেন, ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’র আওতায় স্নাতক ডিগ্রি আছে এমন বেকার যুবকদের প্রতি মাসে 1000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে সরকার ৷ তবে এই আর্থিক সহায়তা বা ভাতা দুই বছরের জন্য বলেও জানানো হয়েছে সরকারের তরফে ৷ তবে এই বেকার ভাতা আগেও প্রচলন ছিল রাজ্যে ৷ এর আগে, এই প্রকল্প কেবলমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকদের জন্য প্রযোজ্য ছিল। এবার তা স্নাতক ডিগ্রি প্রাপকদের জন্য লাগু হল ৷ এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্টে নীতিশ কুমার বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাজ্য সরকারের সাতটি সংকল্প কর্মসূচির অধীনে, পূর্বে পরিচালিত ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’ এখন সম্প্রসারিত করা হয়েছে। এর অধীনে, সহায়তা ভাতা প্রকল্পের সুবিধা, যা পূর্বে ইন্টারমিডিয়েট পাশ করা যুবকদের জন্য প্রদান করা হত, এখন কলা, বিজ্ঞান এবং বাণিজ্যে পাশ করা বেকার স্নাতক যুবকদের জন্যও লাগু করা হয়েছে।”