এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডির হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অপরাধ প্রমাণিত হলে রেয়াত করা হবে না। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই চিঠিতে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন, ‘যে সময়কালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখড় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা সরকারের পক্ষে কলঙ্কজনক ঘটনা। এখন পার্থ রাজ্য মন্ত্রিসভার শিল্প ও বাণিজ্যমন্ত্রী। আমি অনুরোধ করছি, সেই পদ থেকে অবিলম্বে তাঁকে সরানো হোক।’