দেশ

‘আদিত্যনাথের মুখ্যমন্ত্রী পদে থাকার কোন নৈতিক অধিকার নেই, ইস্তফা দিন’‌, হাথরাস গণধর্ষণ নিয়ে তোপ প্রিয়াঙ্কার

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণ। প্রত্যেকটি মামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এখানেই থেমে নেই। মঙ্গলবার দিল্লিতে মৃত হাথরাসের ধর্ষিতার জোরজবরদস্তি সৎকার করল পুলিশ। বাড়ির লোকজনকে রীতিমতো আটকে রেখে। এর পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার ‘‌নৈতিক অধিকার নেই’‌। যোগী আদিত্যনাথের ইস্তফা দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। বুধবার একগুচ্ছ টুইট করলেন প্রিয়াঙ্কা। জানালেন নিগৃহীতার বাবার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি, যখন মৃত্যুর খবর আসে। কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখলেন, ‘‌হাথরাসের নিগৃহীতার বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন তাঁর মেয়ের মৃত্যুর খবর আসে। আমি তাঁকে যন্ত্রণায় কাঁদতে শুনেছি।’‌  ‘‌তিনি তখন বলছিলেন, সন্তানের বিচার চান। গত রাতে মেয়েকে শেষবার বাড়ি নিয়ে যাওয়ার এবং শেষকৃত্যের সুযোগও তাঁর থেকে কেড়ে নেওয়া হয়। নিগৃহীতা এবং তাঁর পরিবারকে রক্ষার পরিবর্তে সরকার তাঁকে সমস্ত মানবাধিকার থেকে বঞ্চিত করা হল, এমনকী মৃত্যুতেও। আপনার মুখ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই।’‌  একটি ভিডিওতে দেখা গেছে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ছেন তাঁর বাবা। ফোনটা পাশে বসা আত্মীয়কে দিয়ে দেন। প্রিয়াঙ্কা ফোনে জিজ্ঞেস করেন, দেহ শেষকৃত্যের জন্য গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা। তাঁরা কী চান। ওই আত্মীয় বলেন, ‘‌আমরা বিচার চাই।’‌