বিনোদন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবার শুটিং ফ্লোরে ফিরলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চ্যাটার্জী

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবার শুটিং ফ্লোরে ফিরলেন বর্ষীয়ান টলি অভিনেতা কল্যাণ চ্যাটার্জী। তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৬৮। আপনজন ছবির মধ্য দিয়েই আমরা প্রথম সিলভার স্ক্রিনে তাঁকে পাই। এরপরে সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে, পার, সবুজ দ্বীপের রাজা, আদমি অর ওরত, ব্যোমকেশ বক্সী, কাহানি, চিটাগাং এর মতন বহু বাংলা ও হিন্দি ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। উনি সাবলীলভাবে বহু বিদেশি ছবিতেও কাজ করেছেন। অভিনেতা কল্যান চ্যাটার্জী কে নিয়েই পরিচালক মলয় শেষ করলেন পরপর দুই দিনে দুটি ছোট গল্পের কাজ। এদিন পরিচালক মলয় জানান, কল্যান বাবুর

কাছে বয়সটা কোনও বাধাই নয় একটা সংখ্যা মাত্র। দুটি গল্পই পরিচালকের মাথায় অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। কল্যাণ বাবুকে মাথায় নিয়েই তার ভাবনা। উনি যখন কল্যান বাবুকে গল্পগুলো শোনান তিনি এক কথায় কাজগুলি করতে রাজি হয়ে যান। পরিচালক ও প্রযোজক মলয় বাবুর কাছে আমাদের প্রতিনিধি জানতে চেয়ে ছিলেন এই ছবিগুলি বাংলার অডিয়েন্সরা কোথায় দেখতে পাবেন, তখন উনি আমাদের জানান ছবি গুলিকে কোন ওটিটি প্লাটফর্মে রিলিজ করতে চান, যাতে বাংলার প্রতিটি দর্শক বাড়িতে বসে পরিবারের প্রত্যেকের সাথে দেখতে পারেন। এই ছবিগুলোতে ক্রিয়েটিভ ডিরেক্টর এর দায়িত্ব সামলাচ্ছে তরুণ কুমার সিং আর স্টাইলিংয়ের দায়িত্ব সামলেছেন শর্মিষ্ঠা।