কলকাতা

 পঞ্চায়েত নির্বাচনের আগে ফের টানা ১০ দিন ‘দুয়ারে সরকার’ ক্যাম্প

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আগামী ১লা এপ্রিল থেকে গোটা রাজ্যে এই ক্যাম্প শুরু হবে চলবে টানা ১০ দিন। অর্থাৎ ১০ই এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশনামায় এই দশ দিনব্যাপী ‘দুয়ারে সরকার’ ক্যাম্প শুরুর বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে থাকা তথ্য অনুযায়ী ১০ দিনের এই দুয়ারে ক্যাম্পে রূপশ্রী, কন্যাশ্রী, জয় জোহার ,মানবিক, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, জাতি সার্টিফিকেট, খাদ্যসাথী ,স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার সহ ৩২ টি প্রকল্পের যাবতীয় আবেদন ও সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে সমস্যাগুলি ও আবেদন পত্র আসবে তা ১১ থেকে ২০ এপ্রিলের মধ্যে সব সমস্যার সমাধান করে দিতে হবে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের। কি মধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। প্রায় ৬কোটি ৭৭ লক্ষ মানুষের দুয়ারে সরকার ক্যাম্পে এসে তাদের সমস্যার সমাধান হয়েছে। সম্প্রতি বিগত দুয়ারে সরকার ক্যাম্পের সমস্যার সমাধান কতটা হয়েছে তা জানতে নবান্নে রিভিউ মিটিংয়ে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।