দেশ

আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে আধার আপডেট করতে আর লাগবে না টাকা

তথ্য আপডেট বা অন্য কোনও পরিবর্তনের জন্য ১ টাকাও দিতে হবে না

এতদিন পর্যন্ত Online-এ Aadhar তথ্য Updation-এর কাজ সারতে পকেটের টাকা খসাতে হত দেশের নাগরিকদের। তবে এবার তা ফ্রি করে দিল মোদি সরকার। তবে তা চিরকালের জন্য নয়, সাময়িক কয়েক দিনের জন্য। Aadhar Update এবার হবে বিনামূল্যে। তবে সেই Free Service মিলবে সাময়িক ভাবে কিছু দিনের জন্যই। তার পরে Aadhar তথ্য Updation-এর জন্য ফের ব্যবহারকারীদের পকেট থেকে খসবে টাকা। এমনটাই জানিয়েছে Unique Identification Authority of India বা UIDAI কর্তৃপক্ষ। আগামী ১৪ জুন পর্যন্ত আধার পোর্টালে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট বা অন্য কোনও পরিবর্তনের জন্য ১ টাকাও দিতে হবে না দেশের নাগরিকদের। ১৫ মার্চ থেকে ১৪জুন এই পরিষেবা মিলবে বিনামূল্যে। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি ভুল থেকে থাকে এখনও, তা হলে তা বিনামূল্যে সংশোধনের জন্য আপনার কাছে রয়েছে ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত সময়।