দেশের সেনা বাহিনীতে নিয়োগে কেন্দ্রের নয়া ‘অগ্নিপথ’ প্রকল্প বিরোধী বিক্ষোভ, প্রতিবাদ আরও অগ্নিগর্ভ আকার ধারণ করল বিহারে ৷ এই বিক্ষোভকে ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠে বিহারের ছাপড়া, গোপালগঞ্জ, করিমপুর জেলা ৷ এই তিন জেলায় কমপক্ষে তিনটি ট্রেনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে ৷ বিক্ষোভকারীদের দাবি, সেনায় নিয়োগে কেন্দ্র নয়া যে নীতি নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ৷ ট্রেনে আগুন লাগানোর পাশাপাশি বিক্ষোভকারীরা এদিন পটনা-গয়া ট্রেনরুট ও রাস্তাও অবরোধ করেন ৷ নওয়াদা ও
ভাবুয়া রোড স্টেশনে রেললাইন ও স্টেশনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা ৷ আরাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ ওয়ারসালিগঞ্জ স্টেশনে আটকে দেওয়া হয় হাওড়া-গয়া এক্সপ্রেস ৷ পূর্ব-মধ্য রেলের তরফে জানানো হয়েছে এই বিক্ষোভের জেরে ২২টি ট্রেন বাতিল করতে হয়েছে ৷ ৫টি ট্রেনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে ৷ ছাপড়া, গোপালগঞ্জ, করিমপুর ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে জেহানাবাদ, মুঙ্গেরে ৷