কলকাতা

আহিরীটোলায় ভেঙে পড়ল একটি পুরনো দোতলা বাড়ি, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শিশু সহ ৯, আহত ৪

 টানা বৃষ্টির জেরে দুর্ঘটনা। ভেঙে পড়ল ৯ নম্বর আহিরীটোলা লেনের একটি দোতলা বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় বাড়ির সদস্যরা। এক দু’বছরের শিশুও ছিল। ইতিমধ্যেই ওই শিশু সহ মোট ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে এনডিআরএফ-এর বাহিনী। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভোর চারটে নাগাদ ওই দোতলা বাড়ির অংশ ভেঙে পড়ে। শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। তাদের তত্‍পরতায় দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। । বৃষ্টি মাথায় নিয়ে আহিরীটোলা স্ট্রিটের বিপর্যস্ত বাড়ি পরিদর্শনে যান তিনি। দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক শশী পাঁজাও ঘটনাস্থলে যান। ছিলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্রও। ফিরহাদ হাকিম বলেন, পুরসভার সতর্কতা শুনলে আহিরীটোলায় বাড়ি ভেঙে জখম হওয়ার ঘটনা ঘটতই না। ‘কলকাতায় এরকম ১০০টি বাড়ি রয়েছে। মালিক এবং ভাড়াটের গণ্ডগোলে পুরনো বাড়িগুলি ওই অবস্থাতেই পড়ে রয়েছে। এটা এখনই ভেঙে ফেলব। এটা রাখা যাবে’ না।,