আগামীকাল অর্থাৎ শনিবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা এআইবিইএ। মূলত কর্মীদের সঙ্গে অনৈতিক ব্যবহার, বেসরকারি ব্যাংকে কর্মী ছাঁটাই। কর্মীদের প্রাপ্য না মেটানো-সহ ব্যাংক কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধর্মঘট। রাজ্যজুড়ে ৯টি ব্যাংক কর্মী সংগঠন রয়েছে। একটি সংগঠন এই ধর্মঘটের ডাক দিল বাকি আটটি সংগঠন তাতে সমর্থন জানিয়েছে। এমনটাই সূত্রের খবর। এর প্রতিবাদ জানাতেই আগামীকাল সারা দেশে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে শনিবার ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বেসরকারি ব্যাংক তাদের পরিষেবা চালু রাখবে, এমনটাই জানা গিয়েছে। ফের সোমবার থেকে পাওয়া যাবে ব্যাঙ্কিং পরিষেবা।